কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাকে আটক করে ঈদগাঁও থানার এসআই বদিউলের নেতৃত্বে পুলিশের একটি দল। জেলা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশও অভিযানে অংশ নেয়।
আটক রাজ্জাক হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিনপ্রাপ্ত ছিলেন। তিনি হত্যা মামলার এক নম্বর আসামি। ১৪ মার্চ ২০২৫ সালে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে, যাতে নিহত হন ইসলামাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড পাহাশিয়াখালী সিকদার পাড়ার বাসিন্দা হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালূ।
মামলার বাদী হলেন মরহুমের পুত্র এডভোকেট আবিদুল হুদা চৌধুরী। নিহতের অপর পুত্র ও ছাত্র প্রতিনিধি সাদিদুল হুদা চৌধুরী জানান, মামলায় মোট ১৭ জন আসামি রয়েছে। হাইকোর্ট থেকে পাঁচজন আগাম জামিন নিয়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন। পরে আরও তিনজন আগাম জামিন পান। গ্রেপ্তারকৃত রাজ্জাকের বিরুদ্ধে হত্যার পাশাপাশি আরও চার–পাঁচটি মামলা রয়েছে, তবে তাকে মূল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়নি।
নিহতের শালা হাসান তারেকও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর/সবা






















