০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু, জনতার ক্ষোভে পুড়ে গেল ট্রাক্টর

নওগাঁর পোরশা উপজেলায় এক শিশু শিক্ষার্থী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। নিহত হাবিবুর রহমান, বয়স মাত্র ১০ বছর, নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। সে নিতপুর দিয়ারাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ঘটনার সময় হাবিবুর বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলো। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কপালির মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, হাবিবুর রাস্তা পারাপারের সময় ট্রাক্টরটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির আকস্মিক মৃত্যু এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মর্মাহত হয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার আবেগে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে  পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাক্টরটি সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানিয়েছেন, তিনি নওগাঁয় অবস্থান করায় দুর্ঘটনার বিস্তারিত তথ্য সরাসরি যাচাই করতে পারেননি। তবে ফোনে খবর শুনে তিনি ঘটনাস্থলে ব্যবস্থা গ্রহণ করেছেন।

স্থানীয়রা বলেন, “হাবিবুর ছিল এক সরল ও মেধাবী শিক্ষার্থী। তার এমন মৃত্যু আমাদের জন্য এক অপরিসীম শোকের বিষয়। এটি কেবল একটি সড়ক দুর্ঘটনা নয়, বরং আমাদের নিরাপদ সড়কের অভাব ও দায়িত্বহীনতার এক চরম উদাহরণ।”

শিশুটির পরিবার এখন শোকস্তব্ধ। এলাকার মানুষ ও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও ট্রাফিক নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন। এই দুর্ঘটনা শিশু ও সাধারণ মানুষের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার দিকে গুরুত্বারোপ করছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে সৈয়দপুর রেলওয়ে কারখানার ঐতিহাসিক নিদর্শন

নওগাঁয় ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু, জনতার ক্ষোভে পুড়ে গেল ট্রাক্টর

আপডেট সময় : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

নওগাঁর পোরশা উপজেলায় এক শিশু শিক্ষার্থী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে। নিহত হাবিবুর রহমান, বয়স মাত্র ১০ বছর, নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। সে নিতপুর দিয়ারাপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। ঘটনার সময় হাবিবুর বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলো। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে কপালির মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, হাবিবুর রাস্তা পারাপারের সময় ট্রাক্টরটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির আকস্মিক মৃত্যু এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মর্মাহত হয়ে পড়ে। ক্ষুব্ধ জনতার আবেগে ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে  পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাক্টরটি সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে যায়।

পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানিয়েছেন, তিনি নওগাঁয় অবস্থান করায় দুর্ঘটনার বিস্তারিত তথ্য সরাসরি যাচাই করতে পারেননি। তবে ফোনে খবর শুনে তিনি ঘটনাস্থলে ব্যবস্থা গ্রহণ করেছেন।

স্থানীয়রা বলেন, “হাবিবুর ছিল এক সরল ও মেধাবী শিক্ষার্থী। তার এমন মৃত্যু আমাদের জন্য এক অপরিসীম শোকের বিষয়। এটি কেবল একটি সড়ক দুর্ঘটনা নয়, বরং আমাদের নিরাপদ সড়কের অভাব ও দায়িত্বহীনতার এক চরম উদাহরণ।”

শিশুটির পরিবার এখন শোকস্তব্ধ। এলাকার মানুষ ও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও ট্রাফিক নিয়ন্ত্রণের গুরুত্ব নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন। এই দুর্ঘটনা শিশু ও সাধারণ মানুষের সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার দিকে গুরুত্বারোপ করছে।

এমআর/সবা