ফেনীর ফুলগাজী ও পরশুরামের সীমান্তবর্তি এলাকায় পৃথক অভিযানে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বুধবার (২৯ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানা যায়, প্রথম অভিযানে, একটি সাদা প্রাইভেট কারসহ অসংখ্য ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
দ্বিতীয় অভিযানে, পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং ৬২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে টহল দল।
উদ্ধারকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২৪ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন বলেন, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষ এবং মাদকদ্রব্য পুলিশে হস্তান্তর করা হয়।
অপরদিকে, ফেনীর ধর্মপুর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করেছে র্যাব-৭। বুধবার সকালে অভিযান চালিয়ে ফেনী সদরের সীমান্তবর্তী ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকায় থেকে ভারতীয় কাপড় এবং ঔষধ জব্দ করা হয়।
জানাগেছে, জেলার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার জনৈক অহিদুল মুন্সির বসতঘরের পেছনে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় কাপড় এবং ঔষধ পন্য পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম’র একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫টি সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তা থেকে ৩০২টি ভারতীয় শাড়ি, ২৪৮টি ভারতীয় জিন্স প্যান্ট এবং ১২টি খাকি রংয়ের কার্টুন থেকে ২হাজা ১৮৪ পিস ভারতীয় ক্লপ-জি ক্রিম উদ্ধার করা হয়। এসব পন্যের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।
উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোজাফ্ফর হোসেন।
এমআর/সবা
























