ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড আয়োজিত “Indoor Sports Fest 2025”-এর পুরস্কার বিতরণ ও মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) ক্লাব হাউস প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে।
সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া আয়োজনে ছিল আনন্দ, আড্ডা, সঙ্গীতানুষ্ঠান ও ডিনারের আয়োজন। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও পুরস্কার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল বিল্লাহ (শিমুল), সহ-সভাপতি সেলিনা সিদ্দিকা এ্যানা, মোহাম্মদ হুমায়ুন কবির শিপন, মোঃ মাইন উদ্দিন, SKRP গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ সোলায়মান, এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ মোহসিন হুসাইনী ও গোলাম মহিউদ্দিন টগর। অতিথিদের উপস্থিতি ও বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা যোগ করে।
এবারের প্রতিযোগিতায় সাতটি ইনডোর গেমস অনুষ্ঠিত হয়— লুডু, দাবা, কার্ড ২৯, ইন্টারন্যাশনাল ব্রিজ, টেবিল টেনিস (সিঙ্গেলস ও ডাবলস) এবং পুল (সিঙ্গেলস ও ডাবলস)।
বিজয়ীদের মধ্যে ছিলেন: লুডুতে সুমাইয়া ইসলাম (চ্যাম্পিয়ন) ও শারমিন আক্তার (রানার-আপ); দাবায় মোহাম্মদ শফকাত হোসেন (চ্যাম্পিয়ন) ও শোয়েবুর রহমান (রানার-আপ); কার্ড ২৯-এ শাহিন আক্তার ও সাফিউর রহমান (চ্যাম্পিয়ন); ইন্টারন্যাশনাল ব্রিজে কাজী আহামাদুর ও তাহসিন উল ফারহান (চ্যাম্পিয়ন); টেবিল টেনিস সিঙ্গেলসে বাদশা মিয়া (চ্যাম্পিয়ন); ডাবলসে বাদশা মিয়া ও আলাউদ্দিন আহমেদ (চ্যাম্পিয়ন); পুল সিঙ্গেলসে সানোয়ার (চ্যাম্পিয়ন) ও পুল ডাবলসে সানোয়ার ও আশিক (চ্যাম্পিয়ন)।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রিয়া সম্পাদক আসিফুর রহমান এবং সহ-ক্রিয়া সম্পাদক মোঃ রেজাউল করিম।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, এমন ক্রীড়া উৎসব সদস্যদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
এমআর/সবা

























