গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু জামালপুর-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা রিপোর্টার ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবং মেলান্দহ-মাদারগঞ্জের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মঞ্জু বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি দুই উপজেলার মানুষের জন্য রাস্তা, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ, মসজিদ-মন্দির এবং গরীব অসহায়দের জন্য বিশেষ আর্থিক অনুদান নিশ্চিত করার মতো কাজ করে যাচ্ছেন। এ কারণে স্থানীয়রা তাকে বিএনপির এমপি প্রার্থী হিসেবে দেখতে চান।
তিনি আরও জানান, দল যদি তাকে মনোনয়ন দেয়, তবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তিনি দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবেন। মঞ্জু বলেন, অতীতে আওয়ামী ফ্যাসিবাদের সময়ে তার ওপর বিভিন্ন মামলা দায়ের ও চাকুরি থেকে বরখাস্তের মতো নিপীড়ন হয়েছিল, তবে ৫ আগস্টের পর পুনর্বহাল ও পদোন্নতি পেয়েছেন। বর্তমানে অবসরে থাকলেও এলাকায় উন্নয়নমূলক কাজ অব্যাহত রেখেছেন।
এমআর/সবা






















