রংপুরের পীরগাছায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা সংগঠক ফারদিন এহসান মাহিম দলটির সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
স্ট্যাটাসে মাহিম লিখেছেন, “মহান আল্লাহ তা’আলা আমাকে এতটাই ভালোবাসেন যে, জীবনে যে কাজেই গেছি সেখানেই সফলতা দিয়েছেন (except NCP)। তার জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। পীরগাছায় এনসিপির যাত্রা শুরুতে আমি দুজন প্রাথমিক সংগঠকের একজন ছিলাম। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এবং সজ্ঞানে আমি নিজেকে জাতীয় নাগরিক পার্টির সব কার্যক্রম থেকে সরিয়ে নিচ্ছি।”
তিনি আরও লেখেন, “আমার শুভাকাঙ্ক্ষীরা জানেন, আমি কতটা পরিশ্রম করেছি এই নতুন দলটির জন্য। কাজ করতে গিয়ে পেয়েছি ভালোবাসা, লাঞ্ছনা, প্রোপাগান্ডা—সবই। কেউ যদি আমার কাজ বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার জন্য দোয়া করবেন।”
স্ট্যাটাসের শেষে তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আখতার হোসেন এবং পীরগাছা উপজেলা এনসিপির সকল সদস্যের প্রতি শুভকামনা জানান।
উল্লেখ্য, ফারদিন এহসান মাহিম পীরগাছায় এনসিপির প্রাথমিক সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন এবং স্থানীয়ভাবে দলটির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার অন্যতম তরুণ নেতা হিসেবেও পরিচিত।
এমআর/সবা






















