খুলনা থেকে কক্সবাজার ভ্রমণের স্বপ্ন নিয়ে বেরিয়েছিল একটি পরিবার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-সন্তানের চোখের সামনেই পৃথিবী থেকে বিদায় নিলেন স্ত্রী। চট্টগ্রামের পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারান সেই নারী মোটরসাইকেল আরোহী।
সোমবার (০৩ নভেম্বর ২০২৫) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটিতে ছিলেন স্বামী, স্ত্রী ও তাদের সন্তান। খুলনা থেকে একসঙ্গে চড়ে তারা যাচ্ছিলেন সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে। নয়াহাট এলাকায় পৌঁছাতেই ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় নারী আরোহী ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। যে স্বামীকে সঙ্গী করে স্বপ্নের গন্তব্যে যাচ্ছিলেন, সেই স্বামীর চোখেই নিভে গেল তার জীবনের আলো। ছোট্ট সন্তানটিও হারালো তার মাকে। ভাগ্যের নির্মম পরিহাসে, স্বামী ও সন্তান সৌভাগ্যক্রমে অক্ষত থাকলেও, তাদের সামনেই শেষ হয়ে গেল প্রিয় মানুষটির জীবন।
যে সড়কপথে থাকার কথা ছিল কক্সবাজার পৌঁছানোর আনন্দ আর উচ্ছ্বাস, এখন সেই পথেই কেবল শোকের মাতম। এক লহমায় কেড়ে নেওয়া হলো জীবনের সব হাসি। এই দুর্ঘটনার ফলে বেড়াতে যাওয়ার সেই আনন্দযাত্রা পরিণত হলো এক নিদারুণ দুঃস্বপ্নে। শোকার্ত পরিবারটি এখন এক অব্যক্ত যন্ত্রণার শিকার।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে।
শিরোনাম
অক্ষত স্বামী-সন্তানের সামনেই শেষ হলো জীবনের পথ, বেড়াতে যাওয়া হলো না আর
নিভে গেল স্বপ্নের সফর: পটিয়ায় বাসের ধাক্কায় নারী আরোহীর মর্মান্তিক মৃত্যু
-
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- ।
- 121
জনপ্রিয় সংবাদ
























