সুশাসন প্রতিষ্ঠা ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। একটি দেশের উন্নয়ন ও স্থিতিশীল সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ কথা উল্লেখ করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, “গণমাধ্যমকর্মীদের অবশ্যই বিবেক দিয়ে কাজ করতে হবে। কোনো তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করা যাবে না। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বুধবার (৫ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী হলরুমে ‘সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত এবং কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পিআইডির উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) মো. সাঈদ হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, তথ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং ও উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থোয়াই অং মারমা। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইন।
কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।
এমআর/সবা





















