কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, “নির্বাচনের আগে কোনো গণ ভোট হবে না। এটি সকল রাজনৈতিক দল মেনে নিয়েছে এবং আশা করছি, শিগগিরই জামাতও মেনে নেবে।”
তিনি আরও জানান, পদ্মা সেতু হলেও ভাঙ্গা এলাকার উন্নয়ন এখনও পিছিয়ে আছে। নির্বাচিত হলে তিনি বিশেষভাবে নারীদের কল্যাণ ও বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার চেষ্টা করবেন। এছাড়া, ভাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের প্রতিশ্রুতি দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে। এখানে অন্য কোনো দলের নেতার ছবি বা ব্যানার দিয়ে নির্বাচন করার সুযোগ নেই। সকলকে একসাথে এসে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানাই।”
মনোনয়ন পরবর্তী গণসংবর্ধনা অনুষ্ঠানে শহিদুল ইসলাম বাবুল এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে তিনি সদরপুর ও চরভদ্রাসন এলাকায় পথসভা করেন।
এমআর/সবা





















