জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়ন টি-২০ চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহীপুর ভাসানী স্মৃতি সংসদের আয়োজনে এবং আটাপুর ইউপি চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরীর সার্বিক পৃষ্ঠপোষকতায় মহীপুর হাজী মহসীন কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মো. আ. রাজ্জাক লালনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছাঃ আখতার জাহান দুলারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, ইউপি চেয়ারম্যান আ. স. ম. সামছুল আরেফিন চৌধুরী আবু ও মেরিন ইঞ্জিনিয়ার তানভীরাজ আহম্মেদ অনিক।
এসময় সাবেক জেলা যুবদল নেতা মাহমুদ হোসেন মামুন, মহীপুর হাজী মহসীন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইমানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাঝিনা ক্রিকেটার্স দল মহীপুর ভাসানী স্মৃতি সংসদকে ৩ উইকেটে পরাজিত করে জয় অর্জন করে।
এমআর/সবা























