খাগড়াছড়িতে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেজিসি স্পোর্টস (১৪) ক্রিকেট টুর্নামেন্ট সিজন-১-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেফালিকা ত্রিপুরা বলেন, “খেলাধুলা ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। তরুণদের মধ্যে সুস্থ মনোভাব এবং শৃঙ্খলা গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।”

টুর্নামেন্ট আয়োজক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ মাহবুব আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংশ্লিষ্টরা।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন কলাবাগান একাদশ ও বিয়াবাঁশি ওয়াদুদ একাদশ। ১৪ ওভারের এই টুর্নামেন্টে মোট ২৭টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি খাগড়াছড়ির ক্রীড়া প্রীতি ও প্রতিভা বিকাশের পাশাপাশি তরুণদের জন্য স্বাস্থ্যকর বিনোদনের সুযোগ হিসেবে লক্ষ্য করেছে।
সাধারণ দর্শক, খেলোয়াড় এবং ক্রীড়া প্রিয়রা মাঠে উপস্থিত থেকে টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলেছেন। এই আয়োজন পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী যুবসমাজকে একত্রিত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এমআর/সবা





















