০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের অনিয়মের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, স্বেচ্ছায় অনুপস্থিত থেকে সাময়িক বরখাস্ত হওয়া উপাধ্যক্ষ লুৎফর রহমান দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক ও আর্থিক কাজে অনিয়ম করে আসছেন। তিনি সরকারি তহবিল আত্মসাৎ, জাল বিল-ভাউচার তৈরি এবং প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান বক্তারা।

সম্প্রতি ওই সাবেক অধ্যক্ষ গণমাধ্যমে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। যারা প্রতিষ্ঠানের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযুক্তের সকল কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান এবং কলেজে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের অনিয়মের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান সেখের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অভিযোগ করেন, স্বেচ্ছায় অনুপস্থিত থেকে সাময়িক বরখাস্ত হওয়া উপাধ্যক্ষ লুৎফর রহমান দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক ও আর্থিক কাজে অনিয়ম করে আসছেন। তিনি সরকারি তহবিল আত্মসাৎ, জাল বিল-ভাউচার তৈরি এবং প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান বক্তারা।

সম্প্রতি ওই সাবেক অধ্যক্ষ গণমাধ্যমে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। যারা প্রতিষ্ঠানের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযুক্তের সকল কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান এবং কলেজে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান।

এমআর/সবা