০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে পুরাতন প্লাস্টিক বস্তার গোডাউনে আগুন

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পুরাতন প্লাস্টিকের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় গোডাউনে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএসআরএম কারখানা থেকে টেন্ডারের মাধ্যমে বস্তাসহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে ওই গোডাউনে পরিষ্কার করে পুনরায় বিক্রির জন্য রাখা হতো। দুপুরের দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে গোডাউনের সব ব্যাগ ও মালামাল পুড়ে যায়। তবে গোডাউনে কোনো কর্মী উপস্থিত না থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গোডাউন মালিক ক্ষতিগ্রস্থ সেলিম উদ্দিন বলেন, “বেলা ১১টার দিকে খবর পাই গোডাউনে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে। তালা ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, “খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

মিরসরাইয়ে পুরাতন প্লাস্টিক বস্তার গোডাউনে আগুন

আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি পুরাতন প্লাস্টিকের বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সময় গোডাউনে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের বস্তা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আনুমানিক ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএসআরএম কারখানা থেকে টেন্ডারের মাধ্যমে বস্তাসহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে ওই গোডাউনে পরিষ্কার করে পুনরায় বিক্রির জন্য রাখা হতো। দুপুরের দিকে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে গোডাউনের সব ব্যাগ ও মালামাল পুড়ে যায়। তবে গোডাউনে কোনো কর্মী উপস্থিত না থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গোডাউন মালিক ক্ষতিগ্রস্থ সেলিম উদ্দিন বলেন, “বেলা ১১টার দিকে খবর পাই গোডাউনে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে। তালা ভেঙে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

বারইয়ারহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, “খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমআর/সবা