চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাদিয়া জান্নাত তাসকিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার তাসকিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সে ওই দিনই মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এখন ৩,৯৮৩ জন। এর মধ্যে ২,০৯৮ জন পুরুষ, ১,১৭৬ জন নারী এবং ৭০৯ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয় ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এমআর/সবা





















