চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১৯ নভেম্বর) একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। ফ্লাইট উড়ার আগ মুহূর্তে রানওয়েতে কোনো প্রাণী হাঁটাচলা করছে তা পাইলট লক্ষ্য করেন এবং তা টাওয়ারকে জানান। দ্রুত রানওয়ে পরিদর্শনকারী দল পাঠানো হয়।
পরিদর্শনে দেখা যায়, রানওয়েতে একটি শিয়াল চলে এসেছে। শিয়ালটি তাড়া খেয়ে ঝোপের মধ্যে চলে গেলে রানওয়ে খালি হয় এবং ইউএস–বাংলা এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইটটি ২৬ মিনিটের দেরিতে সকাল ১১টা ৪০ মিনিটে রানওয়েতে অবস্থান নেয়ার পর দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, প্রতিটি ফ্লাইটের আগে নিয়মমাফিক রানওয়ে পরীক্ষা করা হয়। বুধবার সকালেও রানওয়ে ক্লিয়ার ঘোষণা করা হয়েছিল, কিন্তু উড্ডয়ন শুরুর ঠিক আগে পাশের ঝোপ থেকে শিয়ালটি রানওয়েতে চলে আসে। খবর পাওয়ার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেন।
তিনি আরও জানান, প্রতি ছয় মাসে সিটি করপোরেশনের সহযোগিতায় বিমানবন্দর এলাকার পথকুকুর ও অন্যান্য প্রাণী বিশেষ জালের মাধ্যমে ধরে টানেলের ওপারে আনোয়ারায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া ঝোপগুলো নিয়মিত কেটে-ছেটে পরিষ্কার করা হয়। ডিসেম্বরে আবারও এমন অভিযান চালানো হবে।






















