সাকিব আল হাসান নাহিদ, জামালপুর
জামালপুরের মেলান্দহ উপজেলায় সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে কার্যদিবসের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পতাকার জন্য নির্ধারিত বেদি থাকলেও উত্তোলন করা হয় না জাতীয় পতাকা। বুধবার (১৮ অক্টোবর ) দুপুর দেড়টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায় অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।
সচেতন নাগরিকরা বলছেন,’ এটি স্পষ্ট রাষ্ট্রীয় আইন ভঙ্গ ও জাতীয় পতাকাকে অবমননা।’
সরকারি বিধিমালা থেকে জানা যায়, ১৯৭২ সালে জাতীয় পতাকা বিধিমালা তৈরি করা হয়। যা ২০২১ সালে সংশোধন করা হয়। ফ্লাগ রুলস ৬.১ ধারায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে সকল কর্মদিবসে পতাকা উত্তোলন করা হবে।
তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পতাকা উত্তোলন করলেই হয়। তাই পতাকা উত্তোলন করা হয় না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছে,’উপজেলায় প্রত্যেকটি সরকারি দপ্তরের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের ভবনের সামনে গিয়ে দেখা যায়,’জাতীয় পতাকা উত্তোলন নেই। পতাকা উত্তোলনের জাতীয় পতাকা দণ্ড বেধি থাকলেও তাতে অফিস চলাকালীন সময়ে তা দেখা যায়নি। এ সময় কার্যালয়ের ভিতরে গিয়ে দেখা যায় অফিসের পিয়ন ছাড়া কেউ নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তার কক্ষের দরজা খোলা থাকলেও তিনি নেই। কিছু প্রাথমিক শিক্ষকেরা অফিসে কয়েকটি রুমে জন্য বসে রয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে গিয়ে দেখা যায় অফিসের সহকারী হিসাব কর্মকর্তা তার কক্ষে বসে আছেন।
শিক্ষা অফিসের অফিস সহায়ক আলী রাজা সঙ্গে
পতাকা উত্তোলন করা হয় না কি জন্য এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,’স্যার বলেছে ইউএনও অফিসে পতাকা তোলা হয় না আমাদের তোলা লাগবে না। তাই আমাদের পতাকা উত্তোলন করা হয় না।
উপজেলা শিক্ষা অফিসারের হিসাব সহকারী আতিকুর রহমান জানান,’পতাকা উত্তোলন করা হয়। বিশেষ করে জাতীয় দিবসগুলোতে পতাকা উত্তোলন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন,’ অনেকদিন ধরেই পতাকা উত্তোলন হয় না। আমরা কখনো পতাকা উত্তোলন করতে দেখিও নাই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মুহাম্মদ শফিকুল ইসলাম খানের কাছে কর্ম দিবসে পতাকা উত্তোলনের নিয়ম রয়েছে কি না এ প্রশ্ন করলে তিনি বলেন,’না, আমাদের উপজেলায় ইউএনও একটি ইউনিট। উপজেলা নির্বাহী অফিসার উঠালেই হয়। আর ওই কম্পাউন্ডারের মধ্যে আর কারো উঠাইতে হবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তার জাতীয় পতাকা উত্তোলন করা লাগবে না এমন কোন নির্দেশনা রয়েছে কিনা এ কথা বললে তিনি বলেন,’ হ্যাঁ নির্দেশনা রয়েছে। যে এটি একটি ইউনিট উপজেলার মধ্যে যত অফিস আছে আর কেউ উঠাবে না। তিনি আরো বলেন,’ আমি ১৭ বছর ধরে চাকরি করছি আমি দেখতাছি তো। ওই কম্পাউন্ডারের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে ইউএনও অফিসে একটি পতাকা উত্তোলন করলেই সব অফিসে পতাকা উত্তোলন করা হয়ে যাই ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন,’উপজেলায় প্রত্যেকটি সরকারি দপ্তরের অফিসে কর্মদিবস চলাকালীন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। তবে একই ভবনে যদি একাধিক দপ্তরের কার্যালয় হয় সেখানে একটি পতাকা উত্তোলন করলে হয়।
জামালপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এম.এম. মিজানুর রহমান বলেন,’উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং শিক্ষা অফিস একই ক্যাম্পাসে রয়েছে। যার কারণে পতাকা উত্তোলন করা হয় না। যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনা থাকে তাহলে পতাকা উত্তোলন করবে।





















