দিনাজপুরে কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যু দিবস উপলক্ষে পুষ্পাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ-দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন, এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি। আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রওশন আরা, গোলেনুর বেগম, সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, শিক্ষা ও সাংস্কৃতির ভারপ্রাপ্ত সম্পাদক লাবনী কুন্ডু, এবং সম্মানিত সদস্য জেসমিন আরা ও রেহেনা বেগম শিবানী উড়াও।
বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ। তিনি সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে অকুতোভয়ভাবে লড়েছেন এবং পিছিয়ে পড়া নারীদের শিক্ষা ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম শুরু করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই তিনি গড়ে তুলেছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ। তাঁর জীবন ও কর্মকাণ্ড বাঙালি নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা সভার পূর্বে সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। অনুষ্ঠানে জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের নারী কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরও জোর দিয়ে বলেন, সুফিয়া কামালের আদর্শ অনুসরণ করে আজকের নারীরা সমাজে শিক্ষিত, সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে পারবে। তার শিক্ষা ও চিন্তাভাবনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে দেশের উন্নয়নেও অবদান রাখতে উৎসাহিত করবে।






















