০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে অটোরিকশার চাপায় কলেজছাত্র নিহত, পাশের ফাইলে পরীক্ষার প্রবেশপত্র

চট্টগ্রামের রানীরহাট বাজার, গরুঘাটা এলাকায় অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় পাশে থাকা ফাইলে তার পরীক্ষার প্রবেশপত্র পড়ে ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুটি যাত্রী আহত হয়েছেন। নিহত ছাত্রের নাম রাশদুল ইসলাম, তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিহতের বাড়ি সন্দ্বীপ উপজেলায়, তবে তিনি পটিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। আজ তার কলেজ পরীক্ষা ছিল, তাই তিনি রাঙামাটিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শফিকুল মাজদার বলেন, “নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অটোরিকশার চাপায় কলেজছাত্র নিহত, পাশের ফাইলে পরীক্ষার প্রবেশপত্র

আপডেট সময় : ০৬:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের রানীরহাট বাজার, গরুঘাটা এলাকায় অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় পাশে থাকা ফাইলে তার পরীক্ষার প্রবেশপত্র পড়ে ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুটি যাত্রী আহত হয়েছেন। নিহত ছাত্রের নাম রাশদুল ইসলাম, তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পুলিশ জানায়, নিহতের বাড়ি সন্দ্বীপ উপজেলায়, তবে তিনি পটিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। আজ তার কলেজ পরীক্ষা ছিল, তাই তিনি রাঙামাটিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শফিকুল মাজদার বলেন, “নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা