০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজারে বিএনপির মহিলা সম্প্রীতি সমাবেশ

কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ মহিলা সম্প্রীতি সমাবেশ ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায়, ছেন্দামজো বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশকে ঘিরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম নারী কর্মী ও সমর্থকদের ঢল নামে। রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যেই আয়োজন করা হয় এই সম্প্রীতি সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল ।
লুৎফর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্য বলেন, গণতন্ত্র ও অধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ সবচেয়ে কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় নারীদের আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ভূমিকা রাখতে হবে।
তিনি সরকারের বিভিন্ন নীতিগত ব্যর্থতা, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ব্যবস্থার সংকট সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পরামর্শ দেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী সভাপতি কক্সবাজার পৌর বিএনপি। রফিকুল হুদা চৌধুরী বলেন, নারীরা আন্দোলনের প্রধান শক্তি, বৃহত্তর গণআন্দোলনে নারীরা হবে প্রধান শক্তি। সংগঠনের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লে আন্দোলন আরও সুসংগঠিত হবে।
তিনি কক্সবাজার পৌরসভায় স্থানীয় রাজনৈতিক ইস্যু, নাগরিক সমস্যা এবং নারী-নিরাপত্তা বিষয়েও কথা বলেন।
উপস্থিত ছিলেন, শিরীন রহমান, সমাজসেবক, আবুল কাসেম, সদস্য সচিব, কক্সবাজার পৌর বিএনপি, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,পৌর বিএনপি, রাশেদ আবেদীন সবুজ, যুগ্ম আহ্বায়ক, গিয়াস উদ্দিন, সদস্য, আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, সাবেক কাউন্সিলর, মাসুদুর রহমান মাসুদ, সদস, ছুরুত আলম, এছাড়াও ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শহর ও জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। তারা সমাবেশের মাধ্যমে নারী নেত্রী ও কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
সমাবেশস্থলে উপস্থিত বিপুল সংখ্যক নারী অংশ গ্রহণকারীদের কারণে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়। বক্তৃতার পাশাপাশি নারীরা সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া, গণতান্ত্রিক অধিকারের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের আয়োজন নারীদের আরও অনুপ্রাণিত করবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
৮নং ওয়ার্ড বিএনপি উত্তর (শাখা)র সভাপতি নাসির উদ্দিন (দুখু) এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন- নারী কর্মীদের অংশগ্রহণ এবং তাদের ত্যাগ-তিতিক্ষাই দলকে আগামীর যেকোনো আন্দোলনে সফল করবে। আমরা তৃণমূল সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় করার পরিকল্পনা হাতে নিয়েছি।

জনপ্রিয় সংবাদ

শীতে বাড়ছে রোগ-বালাই

কক্সবাজারে বিএনপির মহিলা সম্প্রীতি সমাবেশ

আপডেট সময় : ০৭:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড উত্তর শাখা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের যৌথ উদ্যোগে জাঁকজমকপূর্ণ মহিলা সম্প্রীতি সমাবেশ ২০ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায়, ছেন্দামজো বৌদ্ধ বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশকে ঘিরে হিন্দু, বৌদ্ধ, মুসলিম নারী কর্মী ও সমর্থকদের ঢল নামে। রাজনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় ভূমিকা জোরদারের লক্ষ্যেই আয়োজন করা হয় এই সম্প্রীতি সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজল ।
লুৎফর রহমান কাজল প্রধান অতিথির বক্তব্য বলেন, গণতন্ত্র ও অধিকার রক্ষায় নারীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ সবচেয়ে কঠিন সময় পার করছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় নারীদের আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ভূমিকা রাখতে হবে।
তিনি সরকারের বিভিন্ন নীতিগত ব্যর্থতা, মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ব্যবস্থার সংকট সহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পরামর্শ দেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী সভাপতি কক্সবাজার পৌর বিএনপি। রফিকুল হুদা চৌধুরী বলেন, নারীরা আন্দোলনের প্রধান শক্তি, বৃহত্তর গণআন্দোলনে নারীরা হবে প্রধান শক্তি। সংগঠনের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়লে আন্দোলন আরও সুসংগঠিত হবে।
তিনি কক্সবাজার পৌরসভায় স্থানীয় রাজনৈতিক ইস্যু, নাগরিক সমস্যা এবং নারী-নিরাপত্তা বিষয়েও কথা বলেন।
উপস্থিত ছিলেন, শিরীন রহমান, সমাজসেবক, আবুল কাসেম, সদস্য সচিব, কক্সবাজার পৌর বিএনপি, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,পৌর বিএনপি, রাশেদ আবেদীন সবুজ, যুগ্ম আহ্বায়ক, গিয়াস উদ্দিন, সদস্য, আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, সাবেক কাউন্সিলর, মাসুদুর রহমান মাসুদ, সদস, ছুরুত আলম, এছাড়াও ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শহর ও জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হলে নারীদের সম্পৃক্ততা অপরিহার্য। তারা সমাবেশের মাধ্যমে নারী নেত্রী ও কর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
সমাবেশস্থলে উপস্থিত বিপুল সংখ্যক নারী অংশ গ্রহণকারীদের কারণে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়। বক্তৃতার পাশাপাশি নারীরা সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া, গণতান্ত্রিক অধিকারের বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এ ধরনের আয়োজন নারীদের আরও অনুপ্রাণিত করবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।
৮নং ওয়ার্ড বিএনপি উত্তর (শাখা)র সভাপতি নাসির উদ্দিন (দুখু) এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন- নারী কর্মীদের অংশগ্রহণ এবং তাদের ত্যাগ-তিতিক্ষাই দলকে আগামীর যেকোনো আন্দোলনে সফল করবে। আমরা তৃণমূল সংগঠনগুলোকে আরও শক্তিশালী ও সক্রিয় করার পরিকল্পনা হাতে নিয়েছি।