চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তর দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের অভিযোগে তিনটি ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভাটাগুলো হলো:
বেতাগ বালিয়াখোলা এলাকার মেসার্স খাজা ম্যানু রিসোর্স ব্রিকস (KMR)–মালিক জাহাঙ্গীর আলম চৌধুরী
একই এলাকার মেসার্স কেবিএম ব্রিকস (KBM)–মালিক মো. আজিজুর রহমান
দক্ষিণ রাজানগর সোনারগাঁও মোহাম্মদপুর এলাকার মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB)–মালিক মো. ইউনুচ কোম্পানি
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন এবং পরিদর্শক চন্দন বিশ্বাস।
আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গুনিয়া ক্যাম্প, র্যাব-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর, এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা। এছাড়া সার্বিক সহযোগিতা করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষার জন্য অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।





















