গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. মনজু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মনজু মিয়া কাপাসিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং লালচামার গ্রামের মৃত কাজীম উদ্দিন সরকারের ছেলে। কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম তালুকদার বলেন, গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে কাপাসিয়া ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে হাইকোর্ট সেই বরখাস্তাদেশ স্থগিত করলে তিনি পুনরায় দায়িত্বে ফিরে আসেন।
এমআর/সবা






















