১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া করেছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসে জটিলতা রয়েছে। তাকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই বলা যাচ্ছে না, তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত হবে।

সর্বশেষ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

আপডেট সময় : ১১:০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া করেছেন যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করেন। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয় তাকে।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসে জটিলতা রয়েছে। তাকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকবেন তা এখনই বলা যাচ্ছে না, তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত হবে।

সর্বশেষ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এমআর/সবা