কক্সবাজারের চকরিয়ায় ডিউটি পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ জসিম হাওলাদার (৩৯) নামে এক যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। তার ব্যবহৃত একটি টয়োটা নোহা গাড়িও জব্দ করা হয়েছে।
আটক জসিম হাওলাদার পটুয়াখালীর কলাপাড়া থানার সলিমপুর গ্রামের সফি হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত সাড়ে তিনটায় এসআই (নিঃ) নাছির আহাম্মদ ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট ডিউটিতে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় তল্লাশি চালিয়ে তাকে আটক করেন।
চেকপোস্টে অভিযান চলাকালীন জসিম হাওলাদারের টয়োটা নোহা গাড়ি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
চকরিয়া থানা পুলিশের ওসি তৌহিদুল আনোয়ার জানান, আটক যুবক ও জব্দকৃত গাড়ি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/সবা
























