০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনায় সড়ক বন্ধ, জনদুর্ভোগ চরমে: লালমনিরহাটে অবস্থান কর্মসূচি পালন

লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় বিশ্ব সারগোডাউন সংলগ্ন সড়কটি সড়ক দুর্ঘটনার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এরপরও লালমনিরহাট জেলা প্রশাসনের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের মানুষ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের মিশনমোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পাশের বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে এবং সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে জেলার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও কোনো বিকল্প সড়ক চালুর ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাই দ্রুত বিকল্প পথে যানবাহন চলাচল নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিকল্প সড়ক চালু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

দুর্ঘটনায় সড়ক বন্ধ, জনদুর্ভোগ চরমে: লালমনিরহাটে অবস্থান কর্মসূচি পালন

আপডেট সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় বিশ্ব সারগোডাউন সংলগ্ন সড়কটি সড়ক দুর্ঘটনার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এরপরও লালমনিরহাট জেলা প্রশাসনের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার সর্বস্তরের মানুষ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের মিশনমোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি বলেন, চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পাশের বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে এবং সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে জেলার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পার হলেও কোনো বিকল্প সড়ক চালুর ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাই দ্রুত বিকল্প পথে যানবাহন চলাচল নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিকল্প সড়ক চালু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া।

শু/সবা