রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শহরের ইতিহাসে সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা। শিক্ষার্থীদের সংগঠন ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় হাজার প্রতিযোগী।
রোববার (৩০ নভেম্বর) সকালে ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ চত্বরে উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. আহমাদুল হক আলবীর। আবু সাঈদ চত্বর থেকে শুরু হওয়া দৌড় শাপলা চত্বর হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি আহমাদুল হক আলবীর বলেন, আজকের আয়োজন শুধু দৌড় নয়; তরুণ সমাজে সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান। ‘চলো একসাথে হাঁটি, একসাথে গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে আমরা তরুণদের সক্রিয় ও ইতিবাচক ভূমিকার বার্তা দিতে চাই।”
তিনি আরও বলেন, দেড় হাজার প্রতিযোগীর অংশগ্রহণই প্রমাণ করে—তরুণ প্রজন্ম প্রাণবন্ত, ইতিবাচক ও দেশগড়ার স্বপ্নে উদ্দীপ্ত। রেজিস্ট্রেশনের মাধ্যমে যারা অংশ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই প্রতিবছর এই আয়োজন আরও বড় হোক, আরও বেশি তরুণ যুক্ত হোক।”
রংপুরের তরুণদের ঢল, উৎসবমুখর পরিবেশ এবং সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন এক অসাধারণ প্রাণের উৎসবে রূপ নেয়।
এমআর/সবা


























