ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগের এক প্রভাবশালীর বিরুদ্ধে ভূমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।
৩০ নভেম্বর রোববার সকাল ১১টার দিকে আকোটের চর ইউনিয়নের পিয়াজখালী বাজার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা দাবি করেন, আকোটের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ বেপারী দীর্ঘদিন ধরে জমি দখল, অবৈধ বালু ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রমসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি পিয়াজখালী বাজার এলাকার বাসিন্দা শেখ সামাদের ৮ শতাংশ জমি দখল করে সেখানে ভবন নির্মাণ শুরু করেছেন ইউসুফ বেপারী। নির্মাণ কাজে বাধা দিতে গেলে শেখ সামাদকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন তারা।
এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা একত্রিত হয়ে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন।
গ্রামবাসীরা অবিলম্বে বিষয়টি তদন্ত করে ইউসুফ বেপারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভূমি জবরদখল বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এমআর/সবা

























