০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) আসরের নামাজের পর বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মসজিদ চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে নেতৃত্ব দেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সহ-সভাপতি আহসান হাবীব, আইনুল হোসেন সাগর, আজিজুল হক মামুন, মেহেদী হাসান, মুশফিকুর রহমান ইমন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও ছিলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, চাকসুর এজিএস ও চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, ইমন ফারহান, মো. আরিফ, আকিজ মাহমুদ, শাহ জালাল, রাশিদুল ইসলাম রাশেদ, তানভীর মাহমুদ রনি, প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ, দপ্তর সম্পাদক মো. রুকনুদ্দিনসহ বহু নেতা-কর্মী।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—অধ্যাপক মোহাম্মদ আল আমিন, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, অধ্যাপক ড. জাহিদুর রহমান, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ফোরকান, অধ্যাপক আনোয়ার ইসলামসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়—দেশের কোটি মানুষের প্রার্থনা। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শক্তিশালী ভূমিকা রাখুন।”

আলোচনা শেষে দেশ, জাতি, জনগণের শান্তি–সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ছাত্রদল নেতারা জানান, নেত্রীর সুস্থতা কামনায় তারা সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

চবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আপডেট সময় : ০৬:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) আসরের নামাজের পর বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মসজিদ চত্বরে এ দোয়ার আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে নেতৃত্ব দেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, সহ-সভাপতি আহসান হাবীব, আইনুল হোসেন সাগর, আজিজুল হক মামুন, মেহেদী হাসান, মুশফিকুর রহমান ইমন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে আরও ছিলেন—যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, চাকসুর এজিএস ও চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, ইমন ফারহান, মো. আরিফ, আকিজ মাহমুদ, শাহ জালাল, রাশিদুল ইসলাম রাশেদ, তানভীর মাহমুদ রনি, প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ, দপ্তর সম্পাদক মো. রুকনুদ্দিনসহ বহু নেতা-কর্মী।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—অধ্যাপক মোহাম্মদ আল আমিন, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, অধ্যাপক ড. জাহিদুর রহমান, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ফোরকান, অধ্যাপক আনোয়ার ইসলামসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়—দেশের কোটি মানুষের প্রার্থনা। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও শক্তিশালী ভূমিকা রাখুন।”

আলোচনা শেষে দেশ, জাতি, জনগণের শান্তি–সমৃদ্ধি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ছাত্রদল নেতারা জানান, নেত্রীর সুস্থতা কামনায় তারা সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করেছেন।

এমআর/সবা