১৭ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় গেজেট থেকে বঞ্চিত ১৩ জন সুপারিশপ্রাপ্ত প্রার্থীর গেজেটভুক্তি এবং দ্রুত চাকরিতে যোগদান নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা গেজেট বঞ্চিতদের দ্রুত গেজেটভুক্তি এ যোগদান নিশ্চিতকরণ, পাশাপাশি প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই প্রক্রিয়ার সংশোধন ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসান গালিব বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ২৯ নং অনুচ্ছেদে সরকারি চাকরিতে নিয়োগ লাভের অধিকারের কথা বলা হয়েছে। সম্প্রতি ১৭তম বিজেএস গেজেট থেকে ১৩ জনকে বঞ্চিত করা হয়েছে। ৫ আগস্টের পর বাংলাদেশ সংস্কার কাজ চললেও আসলে সংস্কার হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী সাইমুম সৈয়দ বিজেএসে উত্তীর্ণ হয়েছেন ওনার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও গেজেট থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা চাই গেজেট বঞ্চিতদের মধ্যে যাদের কোনো অপরাধ নেই, অতিদ্রুত তাদেরকে গেজেটভুক্ত করে চাকরিতে যোগদান নিশ্চিত করতে হবে।’
একই বিভাগের আরেক শিক্ষার্থী আব্দুল করিম বলেন, ‘১৭তম বিজেএস পরীক্ষায় পুলিশ ভেরিফিকেশনের নাম করে ১৩ জনকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী সাইমুম সৈয়দ বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তাকে অনৈতিকভাবে গেজেট বঞ্চিত করা হয়েছে। সরকার যদি আইন না মানে তাহলে জনগণ আইন মানবে কেমনে? তাই গেজেট বঞ্চিতদের সবকিছু যাচাই বাছাই করে যাদের অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে তাদেরকো গেজেটভুক্ত করতে হবে।’
এমআর/সবা


























