ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ ও ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গতকাল শহীদ জিয়াউর রহমান হলে এক আলোচনা সভায় আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী ফোকলোর ও ফাইন আর্টস বিভাগকে ইসলামি মূল্যবোধ ধ্বংসের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে তুমুল সমালোচনা সৃষ্টি হয়।
সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থীরা মুখে টেপ লাগিয়ে মৌন অবস্থান পালন করেন। তারা প্ল্যাকার্ডে লিখিত বার্তায় মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিবাদ জানান। পরে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করে তাদের অবস্থান প্রকাশ করেন। তারা বলেন, ফোকলোর কোনোভাবে ধর্মবিরোধী নয়; এটি সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও লোকধর্ম নিয়ে গঠিত জ্ঞানচর্চার ক্ষেত্র।
শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে তারা দাবি করেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা কর্মকর্তা ফোকলোর বিভাগকে ‘নাস্তিকতা’ বা স্পর্শকাতর বিষয়ের সঙ্গে যুক্ত করে মন্তব্য করতে পারবেন না; বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নীতিমালা জারি করবে এবং অপপ্রচার বা হয়রানি হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভাগের মর্যাদা ও স্বাভাবিক শিক্ষাব্যবস্থা রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছেন।
এমআর/সবা

























