বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর ফেনী বড় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী ১ আসনের বিএনপির সমন্বক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ জেলা ও উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এমআর/সবা

























