ফেনী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়া সামগ্রীসহ মাছের পোনা ও কীটনাশকসহ মোট ২৩ লাখ টাকার উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ মনিরা হক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন তহবিলের অর্থায়নে বিভিন্ন সেক্টরে প্রয়োজনীয় উপকরণ বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। রাজস্ব আয় বৃদ্ধি পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা, এলজিইডি ফেনী সদরের উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম এবং জেলা শিক্ষক সমিতির সভাপতি শামসুল ইসলাম চৌধুরী।
সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অনগ্রসর ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৬০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ৮০টি ছাতা, কমিউনিটি ক্লিনিকের জন্য ৩৫টি বিপি মেশিন, মৎস্য চাষিদের মাঝে ২ লাখ টাকার মাছের পোনা, কৃষকদের মাঝে ৮০টি স্প্রে মেশিন এবং প্রাণিসম্পদ খাতে ২ লাখ টাকার প্রজনন বীজ, কৃমিনাশক ও ভিটামিন ওষুধ বিতরণ করা হয়।
এমআর/সবা





















