দেশের বৃহৎতম কৃত্রিম জলাধার কাপ্তাই লেকে অবৈধভাবে ইলেকট্রনিক শক দিয়ে মাছ নিধন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপকেন্দ্র। বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিভিন্ন স্থানে এর সত্যতা পাওয়া গেছে। এসময় অভিযানে অবৈধভাবে মাছ নিধনে ইলেকট্রনিক শকে ব্যবহারকৃত ব্যাটারি, মেশিন, চার্জার, টেটা, একটি কাঠের নৌকা এবং একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে অসাধু জেলেরা।
এ বিষয়ে কথা হলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, কাপ্তাই লেকের আওতাধীন শুকনাছড়ি, হরিনছড়া, ভাইবোনছড়া, কেংড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়ি সহ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে এসকল সরঞ্জাম পেয়ে জব্দ করা হয়। অভিযানে কেন্দ্রের কর্মচারীরা সহযোগীতা করেন। ভবিষ্যতে ও এই ধরণের অভিযান চলমান থাকবে বলে উপকেন্দ্র কর্মকর্তা জানান।
এমআর/সবা





















