বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান নানা সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতীকী ‘মূলা’ পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এই কর্মসূচি পালন করা হয়।
আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে অবকাঠামো সংকট, আবাসন সমস্যা ও খেলার মাঠের অভাবসহ নানা সমস্যার সম্মুখীন। প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।
ইসলামী ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, “দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় শিক্ষার্থীদের ধৈর্য শেষের পথে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাসই দিচ্ছে, যা এখন ‘মূলা’তে পরিণত হয়েছে। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে এই মূলা ফিরিয়ে দিলাম। আশা করি, এতে প্রশাসন বাস্তব পদক্ষেপ নেবে।”
আন্দোলনের সভাপতি হাসিবুল হোসেন আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একটি মাত্র খেলার মাঠ, শিক্ষকদের পদোন্নতি ও বেতন সমস্যা, রাস্তাগুলোর বেহাল দশা—এসব ক্ষেত্রে প্রশাসন কোনো ভ্রূক্ষেপ করছে না। আমরা দ্রুত সমাধান চাই।”
উপাচার্যের একান্ত সচিব ড. এ. এফ. এম. রহমান উদ্দিনের কাছে মূলা পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি হাসিবুল হোসেন, সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষার্থী।
নেতারা জানান, প্রশাসন দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের শুধু আশ্বাস দিচ্ছে। অনশনরত শিক্ষার্থীদের জন্য কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠের সংস্কার কাজ এবং হিট প্রজেক্টের ল্যাব রুমের স্থাপনও দেরিতে হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন, কারণ বাকসুর নীতিমালা এখনও ইউজিসিতে পাঠানো হয়নি।
এভাবে শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মূলা উপাচার্যের কাছে পাঠিয়ে প্রশাসনের মনোযোগ আকর্ষণ করেছেন।


























