ফেনীতে রিপোর্টার্স ইউনিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার ইউনিটির প্রাঙ্গণে কেক কাটা ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর আসনের সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী লিয়াকত আলী ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দিদারুল আলম। বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফেনীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও এ আয়োজন সরাসরি অংশগ্রহণ করেন।
এমআর/সবা





















