জামালপুরের ইসলামপুরে কম্বলে জড়ানো অবস্থায় একদিন বয়সী একটি কন্যাশিশু উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনগণ।
এ ঘটনায় সোমবার (৮ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে শিশুটির বৈধ অভিভাবক পেতে আবেদন আহ্বান করেছে ইসলামপুর উপজেলা প্রশাসন।
এর আগে সোমবার সকালে উপজেলার মোশাররফগঞ্জ বাজারের পাশে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে এলাকার মানুষ দ্রুত এগিয়ে আসে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে নবজাতকটি নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং সুস্থ আছে।
সকালে শিশুটির উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা মানবিকভাবে এগিয়ে আসে। নবজাতকটি তখন ঠাণ্ডায় কাঁপছিল, তবে চিকিৎসকের সহায়তায় ধীরে ধীরে স্থিতিশীল হয়। তবে প্রশ্ন রয়ে গেছে কে বা কারা শিশুটিকে এমনভাবে ফেলে গেছে? যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত তথ্য জানা যায়নি, কিন্তু শিশুটির ভবিষ্যৎ নিরাপদ রাখতে ইসলামপুর উপজেলা প্রশাসন দ্রুতই উদ্যোগ নিয়েছে।
অভিভাবক পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটি যেহেতু বৈধ অভিভাবকবিহীন অবস্থায় পাওয়া গেছে, তাই শিশু আইন ২০১৩-এর ধারা ৮৪ (৩) উপধারা (২) অনুযায়ী তার জন্য একজন বৈধ তত্ত্বাবধায়ক বা অভিভাবক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী দম্পতিদের ১০ ডিসেম্বর ২০২৫, বেলা ১২টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদন গ্রহণ করা হবে উপজেলা সমাজসেবা কার্যালয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, সকালে খবর পেয়ে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করেছি। তার সুস্থতা এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শিশু আইন অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দায়িত্বশীল অভিভাবক নিয়োগ করা হবে, যাতে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত এবং পরিবার ও সমাজে পুনঃএকত্রীকরণ সম্ভব হয়। আমরা আশা করি, সমাজের সম্মিলিত দায়িত্ববোধ ও সহমর্মিতার মাধ্যমে এই শিশুটির জীবনে নতুন আশা এবং নিরাপদ ভবিষ্যৎ তৈরি হবে।
এমআর/সবা



















