০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজস্থলীতে মানববন্ধন ও আলোচনা সভা

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য—গড়ে উঠুক শুদ্ধ আগামীর পথ”

oplus_1024

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামী শুদ্ধতা”। বক্তারা তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সচেতন, সক্রিয় ও নেতৃত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি অজগর আলী খান এবং সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. নওশাদ খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা তাজরুল ইসলাম, রাজস্থলী থানার ওসি মো. হাফিজ, তেইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সুমন খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক–শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দুর্নীতি আজ দেশের উন্নয়ন, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার প্রধান বাধা। এটি নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ জনগণ—সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণদের সৎ, নৈতিক ও দুর্নীতিবিরোধী চেতনায় জাগ্রত করতে হবে।

আলোচনা শেষে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজস্থলীতে মানববন্ধন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামী শুদ্ধতা”। বক্তারা তরুণ সমাজকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সচেতন, সক্রিয় ও নেতৃত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি অজগর আলী খান এবং সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. নওশাদ খান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা তাজরুল ইসলাম, রাজস্থলী থানার ওসি মো. হাফিজ, তেইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সুমন খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক–শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দুর্নীতি আজ দেশের উন্নয়ন, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার প্রধান বাধা। এটি নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ জনগণ—সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণদের সৎ, নৈতিক ও দুর্নীতিবিরোধী চেতনায় জাগ্রত করতে হবে।

আলোচনা শেষে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমআর/সবা