০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘কুয়াশা কার্নিভাল ২০২৫’

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হচ্ছে ট্যুরিজম ক্লাব আয়োজিত ব্যতিক্রমী ও রঙিন আয়োজন ‘কুয়াশা কার্নিভাল–২০২৫’। বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

দিনব্যাপী এই কার্নিভালে সকাল থেকেই শিক্ষার্থী ও দর্শনার্থীদের ঢল নামে। মাঠজুড়ে বসেছে পিঠা–পুলি, দেশীয় খাবার, হস্তশিল্প, সৃজনশীল পণ্যের আকর্ষণীয় স্টল। স্টলগুলোর বৈচিত্র্য, রঙিন সাজসজ্জা ও শিক্ষার্থীদের ভিড়ে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবস্থলে।

শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান হ্যাপি বলেন, “অনেক দিন পর ক্যাম্পাসে এমন আনন্দঘন আয়োজন হলো। একাডেমিক চাপের মাঝে এমন অনুষ্ঠান সত্যিই মন ভালো করে দেয়। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে নানা খাবার খাচ্ছি—দারুণ লাগছে।” শিক্ষার্থী সালমান হোসেন জানান, “ট্যুরিজম ক্লাবের এই আয়োজন শুধু বিনোদন নয়, শিক্ষার্থীদের উদ্যোক্তা সৃষ্টির মানসিকতা তৈরি করতেও সহায়তা করে। পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে।”

 

NSTU ট্যুরিজম ক্লাবের সভাপতি সজল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ করা। শিক্ষার্থীদের ব্যাপক সাড়ায় আমরা অনুপ্রাণিত। ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন ধারাবাহিকভাবে করতে চাই।”

শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্টলের সরব উপস্থিতি এবং দিনব্যাপী নানা আকর্ষণীয় আয়োজন ঘিরে নোবিপ্রবির কেন্দ্রীয় মাঠ এখন এক রঙিন, প্রাণচঞ্চল কার্নিভালের রূপ নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘কুয়াশা কার্নিভাল ২০২৫’

আপডেট সময় : ০৭:১৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হচ্ছে ট্যুরিজম ক্লাব আয়োজিত ব্যতিক্রমী ও রঙিন আয়োজন ‘কুয়াশা কার্নিভাল–২০২৫’। বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

দিনব্যাপী এই কার্নিভালে সকাল থেকেই শিক্ষার্থী ও দর্শনার্থীদের ঢল নামে। মাঠজুড়ে বসেছে পিঠা–পুলি, দেশীয় খাবার, হস্তশিল্প, সৃজনশীল পণ্যের আকর্ষণীয় স্টল। স্টলগুলোর বৈচিত্র্য, রঙিন সাজসজ্জা ও শিক্ষার্থীদের ভিড়ে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবস্থলে।

শিক্ষা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান হ্যাপি বলেন, “অনেক দিন পর ক্যাম্পাসে এমন আনন্দঘন আয়োজন হলো। একাডেমিক চাপের মাঝে এমন অনুষ্ঠান সত্যিই মন ভালো করে দেয়। বন্ধুদের সঙ্গে ঘুরে ঘুরে নানা খাবার খাচ্ছি—দারুণ লাগছে।” শিক্ষার্থী সালমান হোসেন জানান, “ট্যুরিজম ক্লাবের এই আয়োজন শুধু বিনোদন নয়, শিক্ষার্থীদের উদ্যোক্তা সৃষ্টির মানসিকতা তৈরি করতেও সহায়তা করে। পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে।”

 

NSTU ট্যুরিজম ক্লাবের সভাপতি সজল আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য—শিক্ষার্থীদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও ঘনিষ্ঠ করা। শিক্ষার্থীদের ব্যাপক সাড়ায় আমরা অনুপ্রাণিত। ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন ধারাবাহিকভাবে করতে চাই।”

শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্টলের সরব উপস্থিতি এবং দিনব্যাপী নানা আকর্ষণীয় আয়োজন ঘিরে নোবিপ্রবির কেন্দ্রীয় মাঠ এখন এক রঙিন, প্রাণচঞ্চল কার্নিভালের রূপ নিয়েছে।