চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
র্যালিটি শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন, সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসা প্রশাসন অনুষদ, মেরিন সায়েন্সেস অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ চত্বর প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সচেতনতা সম্পর্কিত নানা বার্তাসংবলিত প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
আয়োজকরা জানান, রজতজয়ন্তীর এ আয়োজনের মাধ্যমে টেকসই পরিবেশ রক্ষা, সবুজ ক্যাম্পাস গঠন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার আরও সুদৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

























