লক্ষ্মীপুরে ছকিনা বেগম (নাম প্রকাশিত) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডটি ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে নাকি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছকিনা বেগমের স্বামী সাফি উল্ল্যাহ প্রায় তিন বছর আগে মারা যান। তাঁর দুই সন্তান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ঘটনার দিন ভোররাতে ছকিনা বেগমের কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। ধারণা করা হচ্ছে, ওই সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, ঘটনাস্থল থেকে কোনো টাকা-পয়সা বা মালামাল খোয়া যায়নি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, “পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যার বিষয়টি সামনে আসছে। তবে ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।” তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।






















