০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজারহাটে এসওএস চিলড্রেন ভিলেজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

কুড়িগ্রামের রাজারহাটে এসওএস চিলড্রেন ভিলেজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজারহাট উপজেলার রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আল-হেরা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথি রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “মাদক ব্যবসার শুরুতেই যদি তা নির্মূল করা যায়, তাহলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব। দায়িত্ব পালনকালে একজন অপরাধীকে সর্বোচ্চ একবার ক্ষমা করা যেতে পারে, তবে দ্বিতীয়বার কোনো ছাড় দেওয়া হবে না।”

বিশেষ অতিথি রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন বলেন, “সুস্থ, আলোকিত, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে মাদক পরিহার করা ছাড়া বিকল্প নেই।” তিনি মাদকের ভয়াবহ দিক তুলে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন ব্যাপারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবু তালেব, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের প্রতিনিধি সুশীল সরকার, আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়্যেদুর রহমান শাওন ও কোষাধ্যক্ষ মজনু সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন ভিলেজের সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, ভলান্টিয়ার মোঃ রাশেদ মিলন, জাহেদুল ইসলাম জীবন, ফিরোজ কবিরসহ এসওএস চিলড্রেন ভিলেজ ও আল-হেরা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

রাজারহাটে এসওএস চিলড্রেন ভিলেজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে এসওএস চিলড্রেন ভিলেজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজারহাট উপজেলার রেসিডেন্সিয়াল মডেল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আল-হেরা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে প্রধান অতিথি রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “মাদক ব্যবসার শুরুতেই যদি তা নির্মূল করা যায়, তাহলেই মাদক নিয়ন্ত্রণ সম্ভব। দায়িত্ব পালনকালে একজন অপরাধীকে সর্বোচ্চ একবার ক্ষমা করা যেতে পারে, তবে দ্বিতীয়বার কোনো ছাড় দেওয়া হবে না।”

বিশেষ অতিথি রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন বলেন, “সুস্থ, আলোকিত, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়তে হলে মাদক পরিহার করা ছাড়া বিকল্প নেই।” তিনি মাদকের ভয়াবহ দিক তুলে সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এছাড়া বক্তব্য রাখেন ব্যাপারীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবু তালেব, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের প্রতিনিধি সুশীল সরকার, আল-হেরা ফাউন্ডেশনের সভাপতি সাইয়্যেদুর রহমান শাওন ও কোষাধ্যক্ষ মজনু সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেন ভিলেজের সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, ভলান্টিয়ার মোঃ রাশেদ মিলন, জাহেদুল ইসলাম জীবন, ফিরোজ কবিরসহ এসওএস চিলড্রেন ভিলেজ ও আল-হেরা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমআর/সবা