ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
সকালে ভাঙ্গা উপজেলার চন্ডীদাসদী ও জান্দী গ্রামের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মাধবপুর কবরস্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহেরের নেতৃত্বে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম, ভূমি কমিশনার সাদরুল আলম সিয়ামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহেরের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মমিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও আমাদের প্রেরণার উৎস।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলারানীকুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহের বলেন, “একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”























