১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালেই ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বলেন, “বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজ নয়, দেশের বিভিন্ন পেশার মানুষও তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছেন। জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদসহ অনেক তরুণ শিক্ষার্থীরা বৈষ্যমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন।”

 

উপাচার্য আরও বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়। রংপুর অঞ্চলেও অনেকে নির্যাতনের শিকার হন, কেউ শহিদ হন, কেউ নিখোঁজ হন। স্থানীয় ইতিহাস ও গবেষণালব্ধ তথ্য তাঁদের আত্মত্যাগের স্পষ্ট সাক্ষ্য বহন করে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা এবং শিক্ষার্থী খোকন ইসলাম বক্তব্য রাখেন।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালেই ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বলেন, “বুদ্ধিজীবী হিসেবে শুধু শিক্ষক সমাজ নয়, দেশের বিভিন্ন পেশার মানুষও তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছেন। জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদসহ অনেক তরুণ শিক্ষার্থীরা বৈষ্যমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন।”

 

উপাচার্য আরও বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়। রংপুর অঞ্চলেও অনেকে নির্যাতনের শিকার হন, কেউ শহিদ হন, কেউ নিখোঁজ হন। স্থানীয় ইতিহাস ও গবেষণালব্ধ তথ্য তাঁদের আত্মত্যাগের স্পষ্ট সাক্ষ্য বহন করে। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা এবং শিক্ষার্থী খোকন ইসলাম বক্তব্য রাখেন।

আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।