বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) লোকপ্রশাসন বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ক্লাবের গ্র্যান্ড লঞ্চ উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. ইসরাত জাহান—চেয়ারম্যান, লোকপ্রশাসন বিভাগ ও ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ—ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল “Public Administration in the 21st Century: Skills, Values, and the Future of Public Service”, যেখানে একবিংশ শতাব্দীর জনসেবা, দক্ষতা, মূল্যবোধ ও প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
কী-নোট স্পিকার মুহাম্মদ আল হাসিব যুক্তরাষ্ট্রের The University of Texas at Dallas-এর School of Economic, Political, and Policy Sciences-এ Public and Nonprofit Management বিষয়ে পিএইচডি গবেষক, আধুনিক প্রশাসনে দক্ষতা, নৈতিকতা, প্রযুক্তি ব্যবহার ও নীতি প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন।
ড. ইসরাত জাহান শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানচর্চা, নেতৃত্ব বিকাশ, গবেষণা ও নীতিনির্ধারণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নৈতিক নেতৃত্বে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, ক্লাব ভবিষ্যতে সেমিনার, ওয়ার্কশপ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে লোকপ্রশাসন বিষয়ে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।


























