আন্তর্জাতিক আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের উদ্যোগে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আরবি বিভাগের সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার।
লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে (লেকচার গ্যালারি) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চবির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরবি বিভাগের কয়েকজন কৃতী প্রাক্তন শিক্ষার্থীকে দেশের শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হবে।
পরদিন ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন কলা ও মানববিদ্যা অনুষদের (শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন) সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার বলেন, আরবি ভাষা জাতিসংঘের একটি দাপ্তরিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা। ধর্মীয়, কূটনৈতিক, অর্থনৈতিক ও শ্রমবাজারসহ নানা ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে আরবি ভাষা দাপ্তরিক ভাষার স্বীকৃতি পায়। পরে ইউনেসকো ২০১২ সালে দিনটিকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ২০১২ সাল থেকে বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে।


























