চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা চলাকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনিকে মারতে তেড়ে আসেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও তার নেতাকর্মীরা।
সরজমিনে দেখা যায়, ভিপি রনি ক্যাম্পাসে গতকাল বহিরাগত বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার প্রসঙ্গে মন্তব্য করলে ছাত্রদল সভাপতি ক্ষুব্ধ হয়ে এগিয়ে আসেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।


























