১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মী, প্রতিবাদে শিবিরের অবস্থান কর্মসূচি

গত ১৫ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্টে বহিরাগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও উস্কানিমূলক স্লোগানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানানো হয়।

কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীদের ‘লাল সন্ত্রাসের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আদুভাইরা অবরোধ করে, প্রশাসন কি করে?’, ‘চাঁদাবাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’, এই মুহুর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ছাত্রদল-বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে হামলা করে যাবে, আর প্রশাসন এসি রুমে বসে সেগুলো মনিটরিং করবে এমনটা মেনে হওয়া হবে না। ভবিষ্যতে যদি এভাবে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর চোখ রাঙানোর চেষ্টা করে, তাহলে চবি শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দিবে।

নিরাপত্তা দপ্তরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা (নিরাপত্তা দপ্তরের প্রহরী) বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই নিরাপত্তা দপ্তর দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেওয়া যাবে না। এখানে এমন লোক আসুক, যারা বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সক্ষম।

শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, গত সোমবার (১৫ ডিসেম্বর) আন্দোলন চলছিল। আমরা দেখেছি, সন্ধ্যার পর হাটহাজারী থেকে স্থানীয় বিএনপি-ছাত্রদলের দুইশ থেকে তিনশো জনের একটি বহর মূল গেইট অবরোধ করে ‘ধর ধর শিবির ধর, জবাই কর’ স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আন্দোলনে বাইরের বহিরাগতরা এসে অবরোধ করল।

প্রসঙ্গত, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বসে ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম। মূলত চবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে তারা জিরো পয়েন্টে অবস্থান নেন।

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মী, প্রতিবাদে শিবিরের অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৫:৪৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

গত ১৫ ডিসেম্বর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্টে বহিরাগত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অবস্থান ও উস্কানিমূলক স্লোগানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানানো হয়।

কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীদের ‘লাল সন্ত্রাসের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আদুভাইরা অবরোধ করে, প্রশাসন কি করে?’, ‘চাঁদাবাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি ছাইড়া দে’, এই মুহুর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ছাত্রদল-বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে হামলা করে যাবে, আর প্রশাসন এসি রুমে বসে সেগুলো মনিটরিং করবে এমনটা মেনে হওয়া হবে না। ভবিষ্যতে যদি এভাবে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর চোখ রাঙানোর চেষ্টা করে, তাহলে চবি শিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এর দাঁতভাঙ্গা জবাব দিবে।

নিরাপত্তা দপ্তরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা (নিরাপত্তা দপ্তরের প্রহরী) বহিরাগত সন্ত্রাসীদের ক্যাম্পাসে ঠেকাতে ব্যর্থ হয়েছে। এই নিরাপত্তা দপ্তর দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দেওয়া যাবে না। এখানে এমন লোক আসুক, যারা বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সক্ষম।

শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, গত সোমবার (১৫ ডিসেম্বর) আন্দোলন চলছিল। আমরা দেখেছি, সন্ধ্যার পর হাটহাজারী থেকে স্থানীয় বিএনপি-ছাত্রদলের দুইশ থেকে তিনশো জনের একটি বহর মূল গেইট অবরোধ করে ‘ধর ধর শিবির ধর, জবাই কর’ স্লোগান দেয়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিই প্রথম যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আন্দোলনে বাইরের বহিরাগতরা এসে অবরোধ করল।

প্রসঙ্গত, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বসে ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম। মূলত চবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষিতে তারা জিরো পয়েন্টে অবস্থান নেন।