কুষ্টিয়া প্রতিনিধি
দেশসেরা উপজেলা চেয়ারম্যান (দ্বিতীয়), দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার স্বপ্নে বিভোর হয়ে আছে বিএনপি।
তিনি বলেন, বাংলাদেশে আর কেউ পিছনের দরজা দিয়ে ক্ষতায় আসতে পারবে না। বিএনপি ও তার দোসররা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আমরাও ঘরে বসে থাকব না। রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে। তাই আসুন নির্বাচনে অংশ নিন জনগণের মুখোমুখি হন। কেননা জনগণ চাইলে যে কেউ ক্ষমতায় আসতে পারে।
উপজেলা পরিষদ ও আওয়ামীলীগের আয়োজনে শনিবার বেলা ৩ টায় তারাগুনিয়া ডাকবাংলো মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি তার বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার শাসনামলে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। জোট সরকার আমলের মত অরাজকতা নেই। কেনন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার জন্য উপস্থিত নেতাকর্মীরা শপথ নেন।
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোরশেদুল ইসলামের সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম শেলী দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করীম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আলাউল হক, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু , মরিচা ইফপির সাবেক চেয়ারম্যান শাহ্ আলমগীর, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, আব্দুল মান্নান, রিফাজ উদ্দিন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।





















