শরীয়তপুর প্রতিনিধি :
জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় শরীয়তপুর দারিদ্র বিমোচন সংস্থা বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী পালন করছে। এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১টায় কালেক্টরেট কিশলয় কেজি স্কুল ও শরীয়তপুর কালেক্টরেট পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে একশ’ আমের চারা বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কবি শাহজালাল মিয়া, সদস্য সচিব মাসুমা খাতুন, কালেক্টরেট কিশলয় কেজি স্কুলের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র রায়, কৃষিবিদ শংকর লাল মুখার্জী।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বিশ^ব্যাপী পরিবেশের বিরুপ প্রভাব মোকাবেলায় অধিক পরিমাণ গাছ লাগানোর জন্য কোমলমতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। যেভাবে বাংলাদেশ সহ বিশে^র পরিবেশের বিপর্যয় ঘটছে, তাতে যদি এখনই কার্যকর পদক্ষেপ নেয়া না যায় তাহলে সমগ্র পৃথিবী মারত্মক হুমকির মুখে পরবে। তাই আমাদের নিজেদেরকে রক্ষা করতে হলে অধিক পরিমাণ গাছ লাগাতে হবে। গাছই পারে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখতে।
সংগঠনের সভাপতি কবি শাহজালাল মিয়া জানান, শরীয়তপুর দারিদ্র বিমোচন সংস্থাটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সংস্থার পক্ষ থেকে এবছর আমরা জেলাব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও সড়কের পাশে এক হাজার ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে আজ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে একশ’ ফলদ গাছের চারা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো। শিশুরা যাতে পরিবারকে প্রভাবিত করে বৃক্ষরোপণকে বিস্তৃত করতে পারে সেই লক্ষ নিয়েই আমরা কাজ করছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে বিপর্যস্ত পরিবেশকে ঘুরে দাড়াতে সহায়তা করতে।
শিরোনাম
শরিয়তপুরে শিক্ষার্থীদের মধ্যে ফলজবৃক্ষ বিতরণ
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০১:২৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ।
- 113
জনপ্রিয় সংবাদ





















