০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পুলিশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। এ কারণে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রতিটি পুলিশ সদস্যকে আইন ও বিধিমালার আলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

আসন্ন জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নির্বাচনে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পুলিশকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা’ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় দায়িত্বে থাকা প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক। এ কারণে দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রতিটি পুলিশ সদস্যকে আইন ও বিধিমালার আলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শু/সবা