ক্যারিয়ারের ষষ্ঠ ও মুক্তির দিক দিয়ে চর্তুথ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি। ২৭ অক্টোবর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমাটি। এতে প্রকৃতির সহশিল্পী চিত্রনায়ক আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ। ‘যন্ত্রণা’ সিনেমা নিয়ে প্রকৃতি বলেন, সিনেমার গল্প ও চরিত্রটি ভালো। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে কাজটি করতে। তারপরও ভালোর তো আর শেষ নেই। তবে দর্শক এখন যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায় এটি তেমনই। গল্পে অনেক বাঁক রয়েছে। চেষ্টা করেছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। অনেক দিন পর বড় পর্দায় আসছি—দর্শকরা আমাকে কীভাবে নেয় সেটি দেখার জন্য মুখিয়ে আছি। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।
এর আগে ‘শেষ কথা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রকৃতির। এছাড়া ‘জল শ্যাওলা’ সিনেমাসহ আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে তার অভিনীত ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’ নামের সিনেমা দুটি মুক্তির অপেক্ষায়। অচিরেই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।
এদিকে, ক্যারিয়ারের সুসময় পার করছেন প্রকৃতি। বর্তমান ভিউয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি। যার প্রমাণ তার অভিনীত নাটকগুলোই। আরও প্রমাণ তার সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত নাটকগুলো। প্রকৃতির নাটক প্রকাশ্যে আসতেই দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় স্থান করে নেয়। দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বসিত মানসী প্রকৃতি।
চেনা ছন্দের বাইরে গিয়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন এ গ্ল্যামারার্স অভিনেত্রী। বর্তমানে ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি বেশকিছু নাটকের কাজ শেষ করেছন। যা ধারাবাহিকভাবে প্রচার হবে।
শিরোনাম
নতুন সিনেমা নিয়ে আসছেন মানসী প্রকৃতি
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৬:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ।
- 230
জনপ্রিয় সংবাদ


























